অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২০ | ১০:৫৪ অপরাহ্ণ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরের ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা প্রেসক্লাবের সম্মুখস্থ সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী আব্দুল মাজেদ, সাবেক যুগ্ম সম্পাদক আল আমিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি গাজী মুহাম্মদ ফাহিমুল ইসলাম প্রমুখ।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এব্যাপারে বাংলাদেশ সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এছাড়া মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শনকারি ম্যাকরোকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা এই ঘটনায় ফ্যান্সের সরকার কর্তৃক কোন পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং ফ্যান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করারও দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |