অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২০ | ৮:১১ অপরাহ্ণ
সাভারের হেমায়েতপুরের অদূরে হরিণধারায় বিসিক পরিচালিত সাভার চামড়া শিল্প নগরীকে ৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার ঝুমকা টেক্সটাইল মিলসকে ৭৬ হাজার ৮০০ টাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর পাঁচটি কারখানাকে ৪ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
জরিমানার কারণ হিসেবে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অকার্যকর রাখা, তরল বর্জ্য ওভারফ্লু ও বাইপাসের মাধ্যমে তরল বর্জ্য পরিবেশে নির্গমণের মাধ্যমে কারখানা পরিচালনার করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনকে দায়ী করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ দূষণবিরোধী অভিযান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক রুবিনা ফেরদৌসী কর্তৃক শুনানী গ্রহণ শেষে এ ক্ষতিপূরণ করা হয়।
পরিচালক রুবিনা ফেরদৌসী বলেন, এ ধরণের শুনানী গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৮:১১ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |