অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২০ | ১১:১৪ পূর্বাহ্ণ
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা কারায় অপরাধে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভাম্যমাণ আদালত। এ ছাড়া এ এস এম নামের একটি ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমাণা করেন তারা।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট রুজিনা আক্তার ও দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একে এম সামিউল আলম কুরসি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গুড়িয়ে ফেলা ভাটাগুলো হলো- উপজেলার হরিপুর এলাকার রফিকুল ইসলামের পরিচালিত আর এ আর ভাটা, চকদুলু এলাকার মিনহাজুল ইসলামে’র এম এম বি,রামভদ্রপুর এলাকার তোজাম্মেল হকে’র টি এম বি এবং আমতলা গ্রামের মোসলেম উদ্দিনের পরিচালিত এম এস বি। এ ছাড়া হরিপুর এলাকার আমিনুল ইসলাম পরিচালিত এ এস এম ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের দিনাজপুর জেলাকার্যালয়ের পরিচালক একে এম সামিউল আলম কুরসি বলেন, আদালতের নির্দেশে আমরা অবৈধ্য ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া যতগুলো ইটভাটা রয়েছে প্রত্যেক ভাটায় অভিযান পরিচালনা করা হবে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যজিস্ট্রেট রুজিনা আকতার বলেন, ভাটায় স্থায়ী ভাবে চিমনি করে যারা ভাটার কার্যক্রম চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সব ভাটায় স্থায়ী চিমনি ব্যবহার না করে হাওয়ার মাধ্যমে ইট তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের প্রাথমিক ভাবে জরিমাণা করা হচ্ছে। ২০১২ সালের পরিবেশ দূষণকারী সনাতন পদ্ধতীর ফিক্সড চিমনি ইটভাটা নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |