• শুক্রবার ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ৩৫৯ স্কুলছাত্রী পেল গোলাপি বাইসাইকেল

    অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২০ | ১০:৪৬ অপরাহ্ণ

    ৩৫৯ স্কুলছাত্রী পেল গোলাপি বাইসাইকেল

    মাগুরায় ৩৫৯ জন স্কুলছাত্রীকে বাল্য বিবাহ ও নারী নির্যাতন বিরোধী শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে তাদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে শহরের নোমানী ময়দানে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৫৬টি স্কুলের এসব গরীব ও মেধাবী ছাত্রীর মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

    জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা।

    আয়োজকরা জানান, এসডিজির লক্ষ্য সামনে নিয়ে ইউনিয়ন পর্যায়ে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ সাইকেল বিতরণের ফলে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ রোধে গ্রাম পর্যায়ে মেয়েরা ব্যাপক ভূমিকা রাখছে। ইতিমধ্যে জেলায় মোট ১৫০০ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে যা অধিকাংশ ছাত্রীর হাতে পৌঁছে দিতে চায় তারা। সাইকেল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছে ছাত্রীরা।

    মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, প্রত্যন্ত গ্রামের সকল ছাত্রীকে সরকারের এসডিজি অর্জনে সহায়তায় সহায়ক শক্তি হিসেবে কাজে লাগাতে পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচি নারীর ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved