• বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    ৩০ অক্টোবর রিলিজ পাবে রক্ত গোলাপ

    অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২০ | ১:১৪ অপরাহ্ণ

    ৩০ অক্টোবর রিলিজ পাবে রক্ত গোলাপ

    নতুন শর্টফিল্ম নিয়ে হাজির হচ্ছেন পরিচালক তানভীর তুহিন এবং এন ইউ প্রিন্স। তাদের নতুন শর্টফিল্মটির নাম ‘রক্ত গোলাপ’। ভিন্ন ধাঁচের একটি কাহিনীর শর্টফিল্ম এটি। সব কাজ শেষে ‘রক্ত গোলাপ’ শর্টফিল্মের অফিসিয়াল পোস্টার ও ট্রেইলার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগে। আগামীকাল শুক্রবার ৩০ অক্টোবর মুক্তি পাবে এই শর্টফিল্মটি ৷ জানা যায় রাত ৮ টায় Septos4 ইউটিউব চ্যানেলে এবং Rc tv তে দেখা যাবে শর্টফিল্মটি। এছারাও পরিচালকেরা তাদের নিজস্ব ফেইসবুক আইডিতেও আপলোড করবেন শর্টফিল্মটি।

    এ শর্টফিল্মে নবাগত শাহরিয়ার রুবেল এর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত ‘মৌ। তাদের ডান্স, অভিনয় এবং এ্যাকশনের কিছু অংশ ইতিমধ্যে দর্শকেরা ট্রেইলারে দেখেছে। শর্টফিল্মটি পরিচালনা করেছেন তানভীর তুহিন ও এন ইউ প্রিন্স।

    এ প্রসঙ্গে এন ইউ প্রিন্স বলেন, ‘পুরো টিম বেশ কষ্ট করেছে শর্টফিল্মটির জন্য। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করছে। শর্টফিল্মের এই ক্রান্তিলগ্নে কতটুকু করতে পারবো আমরা জানিনা, তবে চেষ্টা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি শর্টফিল্ম উপহার দিতে।’ আমাদের বিগত নির্মান গুলোর থেকে এটা একটু অন্যরকম ৷ নাচ-গান, রোমান্টিকতা, এ্যাকশন, বিরহ নিয়ে নির্মিত হয়েছে এটি ।পুরো আলাদা ধাঁচের শর্টফিল্ম রক্ত গোলাপ।

    আরেক পরিচালক তানভীর তুহিন বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের শর্টফিল্ম ‘রক্ত গোলাপ’। এর গল্পটিও অনেকটা আলাদা। শুটিং শেষে শর্টফিল্ম এর পোস্টার এবং ট্রেইলার প্রকাশ হয়েছে। যেটা দেখে দর্শক অনেক প্রশংসা করেছে। এটা সত্যিই আমাদের জন্য আনন্দের। আগামীকাল দর্শকরা দেখতে পাবেন আমাদের নির্মাণটি।’ এই করোনার মধ্যে সব কিছু আমাদের অনুকূলে ছিলোনা তাই শুটিং করতে খুব সমস্যা হয়েছে এবং পুরো কাজ শেষ করতে অনেক সময় লেগেছে। সব সমস্যা কাটিয়ে আগামীকাল আমরা রক্ত গোলাপ কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকল দর্শকের কাছে অনুরোধ থাকবে ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা শর্টফিল্মটি সম্পূর্ণ দেখে আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের অনুপ্রেরনা পেলে সামনে হয়তো আরো ভালো কিছু নির্মাণ করতে পারবো।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved