• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ২০ কেজি ওজনের টিউমার অপসারণ শেষে বাড়ি ফিরেছেন কুলসুম বেগম

    অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ৯:৩৬ পূর্বাহ্ণ

    ২০ কেজি ওজনের টিউমার অপসারণ শেষে বাড়ি ফিরেছেন কুলসুম বেগম

    আমাকে যদি ডাঃ মনোয়ার হোসেন অপারেশন করে দিতেন তাহলে আল্লাহুর রহমতে ভাল হতে পারতাম। আমার সহা সম্পদ কিছু নেই এমন কান্না জড়িত কন্ঠে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম কাছে পেয়ে কথা গুলো বলেছিলেন কুলসুম বেগম (৫০)।

    তালার খানপুর গ্রামের মোঃ নওশের আলী বিশ্বাসের স্ত্রী কুলসুম বেগম দীর্গদিন যাবৎ পেটের মধ্য প্রায় ২০ কেজি ওজনের টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসা করানোর মত তেমন সক্ষমতা ছিল না কুলসুমের পরিবারের। ঠিক তখন লোক মারফতে খবর পেয়ে ছুটেযান মানবদরদী সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

    তাঁর এই আকুতি শুনে সাংবাদিক এসএম নজরুল ইসলাম,বিজয়টিভি ও জাগো নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসএম আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হুদা পলাশ এর সহযোগিতায় হতদরিদ্র কুলসুম বেগমের চিকৎসার ব্যবস্থা করার জন্য মানবিক ডাঃ মুহাম্মদ মনোয়ার হোসেন এর সাতক্ষীরা চেম্বারে শরনাপন হন।

    ডাঃ মনোয়ার হোসেন ও সার্বিক তত্বাবধানে অপারেশন টিমে সহকারি অধ্যাপক ডা.শহিদুল ইসলাম মুকুল, ডা. শওকত হোসেন, মেডিকেল অফিসার ডা. আব্দুর রব অত্যন্ত আন্তরিকতার সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ অক্টোবর দীর্ঘ ৭ ঘন্টা সফল অপারেশনের মাধ্যমে প্রায় ২০ কেজি ওজনের টিউমার অপসারণ করেন। ১ মাস ৩ দিন চিকিৎসা শেষে শনিবার দুপরে নিজ বাড়িতে ফেরেন কুলসুম বেগম।

    কুলসুম বেগমের নাতি ও জাতীয় ছাত্র সমাজের শাহাপুর গ্রাম কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান, আমার নানি কুলসুম বেগম বিগত ১ বছর যাবৎ অসহ্য যন্ত্রনায় ভুগছিলেন। মানবদরদী নেতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম লোক মারফতে সংবাদ পেয়ে আমার নানির চিকিৎসার ব্যবস্থা সহ চিকিৎসার জন্য সকল প্রকারের ব্যয়ভার গ্রহণ করেন। আমরা সাংবাদিক এসএম নজরুল ইসলামের দীর্ঘ আয়ু কামনা সহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় বিজয়ী লাভ করেন সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করছি।

    এবিষয়ে সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন,মানব সেবাই পরম ধর্ম মেনে আমি কুলসুম বেগমের মত অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াঁতে চাই। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে কুলসুম বেগম আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আমিতো ওসিলা মাত্র। কুলসুম বেগমের অপারেশন সহ সার্বিক তত্বাবধানে ছিলেন ডাঃ মনোয়ার হোসেন ও ডা: জান্নাতুল ফেরদাউস মিম(ইন্টানী)।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৯:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved