• শুক্রবার ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    ২০২১ সালের মধ্যেই বদলে যাবে ৪০ অনলাইন সেবা

    অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২০ | ১১:২৩ পূর্বাহ্ণ

    ২০২১ সালের মধ্যেই বদলে যাবে ৪০ অনলাইন সেবা

    কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ৪০টি সেবা অনলাইনে মিলবে ২০২১ সালের মধ্যেই। সোমবার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পসহ আইসিটি বিভাগের বিসিসির অধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিনি বলেন, “ভাষা-প্রযুক্তিবিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সার্ভিসগুলো দেশের তথ্য-প্রযুক্তির পরিকাঠামো বদলে দেবে। এ ছাড়া ই-নথিকে ডি-নথিতে রূপান্তর করার জন্য এতে টেক্সট টু স্পিচ, বানান ও ব্যাকরণ সংশোধক ও ওসিআরের মতো সার্ভিসগুলোও যুক্ত হবে। জিবোর্ডের মতো ‘বাংলা বোর্ড’ নিয়ে কাজ হচ্ছে। এটার কি-বোর্ডে স্পেলচেকার, ওসিআর ও স্পিচ টু টেক্সট ইঞ্জিন যুক্ত থাকবে। এই ইনপুট সিস্টেমটিতে অটোমেটিক নেক্সট ক্যারেক্টার ও নেক্সট ওয়ার্ড সাজেশনের মতো ফিচার রয়েছে।”

    মন্ত্রী আরো বলেন, ‘স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার, সাইন টু টেক্সট রিকগনিশন সিস্টেমের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য-প্রযুক্তিবান্ধব করা হবে। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা তথ্য-প্রযুক্তির আওতায় আনতে ইউনিভার্সাল বোর্ড নামের একটি লে-আউট ফ্রি কি-বোর্ড তৈরি হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা সংরক্ষণের জন্য ডিজিটাল রিসোর্স আর্কাইভও তৈরি করা হচ্ছে।’

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved