অনলাইন ডেস্ক | ০৯ জুলাই ২০২০ | ৯:৪৪ পূর্বাহ্ণ
প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা সানজানা সংঘি মুম্বাই ছেড়ে গেছেন। সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তিনি। এছাড়া পুলিশি ঝামেলাও পোহাতে হচ্ছে। সম্প্রতি সুশান্তের ‘দিল বেচারা’ সিনেমার নায়িকা সঞ্জনা সাংঘি পুলিশের কাছে বয়ানও দিয়েছেন।
‘দিল বেচারা’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন সঞ্জনা। আবার এমনটাও হতে পারে এই ছবিটিই তার ক্যারিয়ারের শেষ ছবি। তেমন ইঙ্গিতই দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি। তোমার পথঘাট বদলে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো অন্তর্গত বেদনায় আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, নয়তো তুমিও কষ্টে আছ। হয়তো শিগগিরই দেখা হবে, হয়তো হবে না।
সুশান্ত চলে যাওয়ার পর বুক ভেঙে গিয়েছিল সানজানার। প্রথম নায়ক বলে কথা! লিখেছিলেন, ‘সময় সব ক্ষত সারিয়ে তোলে, কথা যারা বলে, ভুল বলে। কখনো কখনো মনে হয়, বুক চিড়ে রক্তক্ষরণ হচ্ছে। নায়কের উদ্দেশে লিখেছিলেন, ‘যাদের রেখে চলে গেলে, তারা কখনো বুঝবে না, আমরা কাকে হারালাম।’
বাংলাদেশ সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |