অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২০ | ১২:০৯ অপরাহ্ণ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি হেফজোখানার পিছন থেকে হাসিবুল ইসলাম (১০) নামে এক ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
হাসিবুল মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমাতিয়া শিশু সদনের নজরানা বিভাগের ছাত্র ছিল। সে বারইখালী গ্রামের সোবাহন শেখের ছেলে।
রাতে অন্যান্য শিক্ষার্থীদের সাথে খেলা করে ঘুমিয়েছিল হাসিবুল। তার সহপাঠি কাওছার ও জিহাদি বলেন, আজ (রবিবার) ফজরের নামাজের পরে জানতে পারি হাসিবুল বাগানে পড়ে আছে। কীভাবে সে মারা গেছে জানি না।
হাসিবুলের মা তাছলিমা বেগম বলেন, সকালে শুনি আমার ছেলের লাশ বাগানে। গিয়ে দেখি ছেলের কপালে আঘাতে গুরুতর জখম, পরনে লুঙ্গি নেই, জুতা দূরে ফেলে রাখা।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানার ওসি (তদন্ত) ঠাকুরদাস মন্ডলসহ কয়েকজন অফিসারকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |