অনলাইন ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২০ | ১০:০৩ অপরাহ্ণ
বাগেরহাটের মোরেলগঞ্জে আবাসিক হেফজখানার ছাত্র খুন ও মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন হেফজখানার আবাসিক তত্ত্বাবধায়ক টাউন মসজিদের ঈমাম হাফেজ ফারুক হোসেন (৬০) ও বাবুর্চি সিদ্দিক হাওলাদার (৪৫)।
সোমবার বেলা ১২টার দিকে শিশু হাসিবুল হত্যা মামলায় এ দুজনকে গ্রেফতার করা হয় বলে থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
রবিবার দিবগত রাতে হাসিবুলের দাফন সম্পন্ন করে থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন তার মা তাছলিমা বেগম।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সহপাঠিদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে হাসিবুল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হেফজখানার বাইরে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত মরদেহ।
এ বিষয়ে থসনার ওসি মনিরুল ইসলাম বলেন, হাসিবুল হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে হাফেজ ফারুক ও বাবুর্চি সিদ্দিককে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |