অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট ২০২০ | ৯:৪২ পূর্বাহ্ণ
এক সপ্তাহ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। গত ১৬ আগস্ট প্রচন্ড জ্বর নিয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাসায় ফিরেছেন গতকাল রবিবার।
ফারুক নিজেই এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। এ জন্য চিকিৎসার শুরুতে ভেবেছিলাম, হয়তো আমার করোনাভাইরাস হতে পারে। কিন্তু দুইবার আমার করোনা টেস্ট করা হয়েছে, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে।’
ফারুক আরও জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। শারীরিক সুস্থতার জন্য বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত এই অভিনেতা সহকর্মী, ভক্ত-সমর্থক সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, অসুস্থতার জন্য এ বছরের জন্মদিনটা হাসপাতালেই কাটিয়েছেন ফারুক। ১৬ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন, আর জন্মদিন ছিল ১৮ আগস্ট। তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে তিনি জন্মদিনের কেক কাটেন না। জাতির পিতার সম্মানে গত ৪৫ বছর ধরে ফারুক এই নিয়ম পালন করে আসছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ৯:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |