অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২০ | ১১:০২ অপরাহ্ণ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাইরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক।
নিহত খাইরুল হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে। পরে খাইরুলের পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে থাকা গুলিবিদ্ধ লাশের খবর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন। কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কেউ তাদের অবহিত করেনি।
বাংলাদেশ সময়: ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |