অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ
পরাজয় মেনে নিতে না চাইলে আমেরিকার মানুষই ওদের সসম্মানে হোয়াইট হাউস থেকে বার করে দেবেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচার দলের পক্ষ থেকে শুক্রবার প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে চাইছেন না। তারই প্রেক্ষিতে এই হুঁশিয়ারি।
বাইডেনের প্রচার দলের মুখপাত্র অ্যান্ড্রু বেটস গতকাল বলেন, ‘আমরা গত ২৯ জুলাইয়েই বলেছিলাম আমেরিকার মানুষই এবারের নির্বাচনের মূল নির্ধারক শক্তি হবেন। আর আমেরিকার গণতান্ত্রিক সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউস থেকে অবৈধ প্রবেশকারীদের সসম্মানে বার করে দেয়া যেতে পারে।’
পেনসিলভেনিয়া ও জর্জিয়াতেও বাইডেন এগিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে জো বাইডেন হুমকি দিয়েই রেখেছেন যে, ট্রাম্প হোয়াইট হাউস না ছাড়লে তাকে ঘাড় ধরে হোয়াইট হাউস থেকে বের করে দেবেন তিনি! সূত্র: জি নিউজ, আনন্দবাজার
বাংলাদেশ সময়: ৭:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |