অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২০ | ৪:৫১ অপরাহ্ণ
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর এর দক্ষিণ পূর্ব এলাকার বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। প্রচন্ড স্রোতে ট্রলারটি উল্টে যায় বলে জানা গেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার এবং ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নিখোঁজ দুই জেলের মরদেহ ভাসানচর এলাকার ভাসানচর-এর দক্ষিণ পূর্ব এলাকার বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানায়, বুধবার সকালে চর ঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাসানচর-এর দক্ষিণ পূর্ব এলাকার বঙ্গোপসাগরে ডুবির ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলো- উপজেলার চর কিং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের মো. উল্যার ছেলে মো. ইনসাফ (১৬) ও চর ঈশ্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মো. ফারুখ এর ছেলে মো. রাজিব (১৪)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল খায়ের বলেন, গত বুধবার সকালে চর ঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি ১১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে দমকা হাওয়া বয়ে যাওয়ায় স্রোতের টানে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ মাঝি মাল্লা সাঁতার কেটে অন্য ট্রলারে উঠলেও দুই জেলে নিখোঁজ হয়।শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভাসানচর এর দক্ষিণ পূর্ব এলাকার বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় দুই জনের মৃতদেহ ও মাছ ধরার ট্রলারটি উদ্ধার করে।
তিনি আরো জানান, নৌ-পুলিশ এর সহায়তায় দুই জেলের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |