• শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    হবিগঞ্জের সালমান শাহ হত্যা মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার ২

    অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২০ | ৬:১৪ অপরাহ্ণ

    হবিগঞ্জের সালমান শাহ হত্যা মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার ২

    হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য রিহান উদ্দিন রায়হান (৫২) এবং তার ভাই বিরাম উদ্দিন।

    হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রবিবার দুপুরে তাদের জয়নগর থেকে গ্রেফতার করে। রিহান উদ্দিন রায়হান হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৃত তাজ তাজিদ আলীর ছেলে।

    হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী আসমিদের গ্রেফারের সত্যতা নিশ্চিত করে জানান, রিহান উদ্দিন রায়হান এই ঘটনার সাথে জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ হাঁসের খামার দিয়ে ব্যবসা করতেন। গত ২১ অক্টোবর রত্না নদীর বিলের পাড়ে সালমান শাহ তার খামারের হাঁস নিয়ে গেলে প্রতিপক্ষ তাকে বাধা দেয়। তার নৌকাও ছিনিয়ে নেয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সালমান শাহকে আসামিরা বিলের মাঝেই বেধড়ক মারপিট করে, গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    ওই ঘটনায় সালমান শাহের চাচা ইস্কান্দর ভান্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হত্যা মামলা করেন। এই মামলায় বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হানের ভাই বিরাম উদ্দিন এজাহারভুক্ত আসামি এবং রিহানও গং আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

    মামলার বাদী ইস্কান্দর ভান্ডারী জানান, রিহান উদ্দিন রায়হান এই মামলা আপস এবং প্রত্যাহারের জন্য তাদের চাপ ও হুমকি দিচ্ছিলেন। আসামিদের গ্রেফতার করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved