অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২০ | ১১:০৪ পূর্বাহ্ণ
জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান তিতো মারা গেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতে মাদারীপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃতের বন্ধু জাহিদ গণমাধ্যমকে বলেন, আমরা ১৭ তারিখ দুপুরে একসঙ্গে খেয়েছি। আড্ডা দিয়েছি। পরে ওর জ্বর এলো, রাতে একটু বেশি হলে ওর মামাতো ভাইয়েরা মাদারীপুর বাসায় নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে মারা যান। আজকে জুমার পর মাদারীপুর চৌরাস্তার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
স্যার এ এফ রহমান হলের এ শিক্ষার্থী ২১৫ নং রুমে থাকতেন। তার অপর বন্ধু সানোয়ারুল হক সনি বলেন, ‘সে খুবই ভালো বন্ধু ছিল আমাদের। তার অকালে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |