অনলাইন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ
করোনাভাইরাস মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফায় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার রাতে শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যুগান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শিক্ষামন্ত্রী মহোদয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন শিক্ষামন্ত্রী।”
প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। সর্বশেষ কিছুদিন আগে এই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়।
বাংলাদেশ সময়: ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |