অনলাইন ডেস্ক | ৩১ আগস্ট ২০২০ | ৮:০৭ অপরাহ্ণ
ভারতের উত্তরাখণ্ডে হৃষিকেশে গঙ্গা নদীর ওপর তৈরি জনপ্রিয় সেতু লক্ষ্মণ ঝুলায় দাঁড়িয়ে নগ্ন ভিডিও শ্যুট করার ঘটনায় এক ফরাসি নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। পরে অবশ্য ওই নারীকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
জানা গেছে, ২৭ বছরের ওই ফরাসি নারী লক্ষ্মণ ঝুলায় নগ্ন ভিডিও শ্যুট করছিলেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গজেন্দ্র সাজওয়ান ২৫ আগস্ট থানায় ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ওই নগ্ন ভিডিও শ্যুটের খবর পান কাউন্সিলর গজেন্দ্র। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এরপরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ অভিযোগের সত্যতা খুঁজে পায়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, হৃষিকেশেই একটি হোটেলে থাকছেন ওই পর্যটক। হোটেলে গিয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভিডিও শ্যুটের কথা স্বীকার করেন।
ওই নারী পুলিশকে জানিয়েছেন, তিনি নেকলেসের ব্যবসা করেন। সেই ব্যবসার প্রোমশনের জন্যই এই ভিডিও রেকর্ড করিয়েছিলেন তিনি। শুধু ওই ব্রিজে না, নিজের রুমেও এ কারণে একাধিক ফটো তোলেন তিনি।পরে পুলিশ ওই নারীর মোবাইল ফোন প্রথমে বাজেয়াপ্ত করে এবং ওই ভিডিও ও ছবি ডিলিট করে দেয়া হয়। পরে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
বাংলাদেশ সময়: ৮:০৭ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |