• সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    সুর বদলাচ্ছে ‘ট্রাম্প–ঘনিষ্ঠ’ গণমাধ্যমগুলো

    অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৯:১১ অপরাহ্ণ

    সুর বদলাচ্ছে ‘ট্রাম্প–ঘনিষ্ঠ’ গণমাধ্যমগুলো

    দীর্ঘদিন ধরে মিডিয়া মোঘল রুপার্ট মারডক নিজে এবং তাঁর মালিকানাধীন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হতো। তবে, এক্ষেত্রে একটা পরিবর্তন ঘটতে চলেছে বলে বলা হচ্ছে।

    এরই মধ্যে মারডকের মালিকানাধীন তিনটি প্রভাবশালী প্রচারমাধ্যম ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল তাদের পাঠক বা দর্শকদের ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের ব্যাপারে সতর্ক করে দিতে শুরু করেছে।

    সেই সঙ্গে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিজেদের সরিয়ে নিতেও শুরু করেছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

    কোনো তথ্যপ্রমাণ ছাড়া নির্বাচনে জালিয়াতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার ফক্স নিউজের তারকা উপস্থাপক শ্যন হ্যানিটি বলেন, এ নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে সন্দেহ করার অধিকার আমেরিকানদের আছে।

    তবে শুক্রবারই ফক্স নিউজের আরেকটি অনুষ্ঠানে উপস্থাপক ব্রেট বেইয়ার বলেন, ‘আমরা এরকম কিছু দেখতে পাইনি। আমাদের সামনে এরকম কোনো তথ্য আসেনি।’

    ২০১৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসার সময় ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল ফক্স নিউজ। কিন্তু এখন তারা ট্রাম্পের বিদায়ের ব্যাপারে দর্শকদের সতর্ক করে দিতে শুরু করেছে। কীভাবে তাঁর বিদায় নেওয়া উচিত এবং সে বিষয়ে তারা পরামর্শ দিতে শুরু করেছে।

    ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম এক অনুষ্ঠান চলাকালে বলেছেন, নির্বাচনের ফলাফল পক্ষে না গেলে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে ধৈর্য ও স্থিরতার সঙ্গে তা মেনে নেওয়া। পরাজয় হলে সেটা মেনে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তরাধিকার অর্থবহ হয়ে উঠবে।

    একই রকমের বার্তা দিয়ে রুপার্ট মারডকের আরেকটি পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল একটি মতামত নিবন্ধ প্রকাশ করেছে।

    সেখানে বলা হয়েছে, ‘ট্রাম্প হারতে পছন্দ করেন না, তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন। কিন্তু পরাজয় নিশ্চিত হলে আমেরিকার গণতন্ত্রকে মেনে নিয়ে মর্যাদার সঙ্গে অফিস ছেড়ে গেলে তিনি নিজের প্রতি ও দেশের প্রতি সম্মান দেখাবেন।’

    আর রুপার্ট মারডকের ট্যাবলয়েড পত্রিকা নিউইয়র্ক পোস্টে শুক্রবার প্রকাশিত দুইটি মতামত নিবন্ধে ধারণা প্রকাশ করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হারতে যাচ্ছেন।

    তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, তাও আমলে নেয়নি পত্রিকাটি।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৯:১১ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved