• শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    সুখবর পেল আর্জেন্টিনা-ব্রাজিল

    অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২১ | ১০:৩৩ পূর্বাহ্ণ

    সুখবর পেল আর্জেন্টিনা-ব্রাজিল

    লাতিন আমেরিকা অঞ্চল থেকে এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়েও সুখবর পেল দল দুটি।

    দুর্দান্ত ছন্দে থাকা মেসির দল ফিফার বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ছয় থেকে পাঁচে ফিরেছে। অন্যদিকে কনমেবল অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে। সেলেসাওদের বর্তমান অবস্থান দ্বিতীয়।

    এ ছাড়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপের দেশ বেলজিয়াম। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে ফ্রান্স এবং ইংল্যান্ড।

    এদিকে টানা দুটি টুর্নামেন্টে হতাশা উপহার দেওয়া বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জামাল ভূঁইয়াদের পজিশন ১৮৭তম। তবে সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ জেতা ভারত উঠে এসেছে ১০৪-এ।

    বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (১৭ নভেম্বর) মুখোমুখি হয়েছিল লাতিন অঞ্চলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। তবে হাইভোল্টেজ এই ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্র দিয়ে। ব্রাজিল যেমন সুযোগ হাতছাড়া করেছে তেমনি মেসি বাহিনীও সুযোগ নষ্ট করেছে বেশ কয়েকবার। ম্যাচের ১৩তম মিনিটেই জালের দেখা পেয়ে যেত ব্রাজিল, যদি ভিনিসিয়াস জুনিয়র বলটা একটু বেশি বাড়িয়ে না দিতেন।

    কাউন্টার অ্যাটাক থেকে অনেকটা ফাঁকায় বল পেয়েছিলেন তিনি। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণে বাড়ে ম্যাচের বয়স। প্রথমার্ধের বিরতির ঠিক আগে আর্জেন্টিনার সামনে সুযোগ এসেছিল বল জালে পাঠানোর। তবে অ্যালিসন বেকারের দৃঢ়তায় সে চেষ্টা ব্যর্থ হয় আলবিসেলেস্তে শিবিরের।

    এ ম্যাচে লিওনেল মেসিকে শুরুর একাদশে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচটি অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে।

    ম্যাচটি ড্র হওয়ায় তাকিয়ে থাকতে হয়েছিল চিলি-ইকুয়েডরের ম্যাচে। এরপর চিলির পরাজয়ে লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার।

    এর আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।

    অন্যদিকে ইকুয়েডর ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। সমান ১৭ পয়েন্ট করে রয়েছে কলম্বিয়া ও পেরুর। আর ইকুয়েডরের কাছে চিলি হেরে যাওয়ায় ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। তাদের সামনেও রয়েছে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ।

    কাতার বিশ্বকাপের জন্য চলতি বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে সরাসরি টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল। টেবিলের পাঁচ নম্বরে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। সব দলই পাবে সমান ১৮টি করে ম্যাচ।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved