অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২০ | ১০:৪৭ পূর্বাহ্ণ
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান উদ্দিন (৩০) নামের এক যুবককে হত্যায় প্রধান অভিযুক্ত এসআই আকবরের ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড ও অনন্য মালামাল অবশেষে সীমান্ত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট ডোনা সীমান্ত থেকে ব্যবহৃত দু’টি মোবাইল, চারটি সিম কার্ড, সোয়েটার, গামছা ও শার্ট উদ্ধার করেছে বলে দাবি পুলিশের।
যদিও এ নিয়ে অবাঙালি খাসিয়ারা ভিডিও ভাইরাল করে জানিয়ে দেয় আকবরের মোবাইল, সিম কার্ড, ছবিসহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে রয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ডোনা সীমান্তে বরখাস্ত এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের স্থলে তল্লাশি চালিয়ে মোবাইল ও সিম কার্ডসহ ব্যবহৃত সামগ্রী জব্দ করে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, জব্দ সামগ্রীর মধ্যে রয়েছে দু’টি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, দু’টি গামছা, শার্ট ও সোয়েটার।
এসআই আকবরের সিম কার্ডে অনেক অজানা তথ্য লুকিয়ে থাকতে পারে। রায়হান হত্যার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত আকবরের মোবাইল ও সিম কার্ড। এরআগে গত ১০ নভেম্বর এসআই আকবরকেও ডোনা সীমান্ত থেকে জেলা পুলিশ গ্রেপ্তার করে।
গত ১১ অক্টোবর ভোরে রায়হানকে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের তদন্ত দল ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর সত্যতা পেয়ে জড়িত থাকায় ইনচার্জ আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করেন। বরখাস্ত অন্য ছয়জন পুলিশ হেফাজতে থাকলেও আকবর পলাতক ছিলেন।
দীর্ঘ ২৮ দিন পলাতক থাকার পর গত ১০ নভেম্বর অবাঙালি খাসিয়ারা আকবরকে আটক করে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বাংলাদেশি জনতার কাছে হস্তান্তর করে। পরে বাংলাদেশি আব্দুর রহিমসহ কয়েকজনের সহযোগিতায় তাকে কৌশলে গ্রেপ্তার দেখায় জেলা পুলিশ। তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ জানায় সীমান্ত এলাকায় কিছু বন্ধুদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তদন্ত সংস্থা পিবিআইর কাছে আকবরকে হস্তান্তর করা হলে ১১ নভেম্বর ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডে শেষে ১৭ নভেম্বর কারাগারে পাঠানো হয়।
তবে ঘটনার পর বরখাস্ত এসআই আকবরকে পালাতে সহায়তাকারী পুলিশ কর্মকর্তা কারা? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা রয়ে গেছে। অধরা রয়ে গেছে তাকে সহায়তাকারী আব্দুল্লাহ আল নোমানসহ অন্যরা। যদিও সেসব তথ্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছে তদন্ত সংস্থা পিবিআই।
বাংলাদেশ সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |