অনলাইন ডেস্ক | ০৫ অক্টোবর ২০২০ | ৯:৫৯ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ শহরের এম, এ মতিন সড়কের কাজিপুর মোড়ে অবস্থিত আল- হেরা হাসপাতালে অপারেশন চলাকালীন সময়ে ভূল চিকিৎসায় এক শিশু মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
নিহত শিশু ইসমাঈল হোসেন জেলার এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের বাবু সরকারের একমাত্র পুত্র। শিশুর পরিবারের দাবী ভূলভাবে অপারেশন ও চিকিৎসা করায় ইসমাঈলের মৃৃত্যু হয়েছে ।
শনিবার (৩ অক্টোবর) রাতে শহরের এম, এ মতিন সড়ক কাজিপুর মোড়ে আল-হেরা হাসপাতালে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই চিকিৎসকগন পলাতক রয়েছে। বিশৃংখলা এড়াতে পুলিশ রাত ২টার দিকে নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়।
নিহতের পরিবার জানায়,শনিবার সকাল ১০টায় গলায় টনন্সিল এর কারনে ইসমাইল হোসেনকে হাসপাতালে ভর্তি করান। সন্ধ্যা ৭টার দিকে ১২হাজার টাকা দেওয়ার পরে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয়।
শিশুটিকে অপারেশন করেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ ডিএম আকরাম হোসেন। তাকে সহযোগীতা করেন কামারখন্দ হাসপাতালের আরএমও সমুনুল সজীব।
আধাঘন্টা পড়ে চিকিৎকগন জানান, শিশুটিকে জরুরী ভিত্তিতে এনায়েতপুর হাসপাতালে নিতে হবে। শিশু ইসমাইলকে অজ্ঞান অবস্থায় জোর পূর্বক হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এসময় হাসপাতালের এক কর্মচারী জানান শিশুটি মারা গেছে। পরিস্থিতি খারাপ ভেবে চিকিৎসকেরা পালিয়ে যান।
এখবরে স্থানীয় লোকজন ভীড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ২টার দিকে, শিশুটির মরদেহ সদর থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে শহরের এক কোনে অবস্থিত এই হাসপাতালে এমন আরো ঘটনা ঘটেছে বলে লোকমুখে শোনা যাচ্ছে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহা উদ্দিন ফারুকী জানন, রবিবার সকালে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান শিশুটির পিতা-মাতা যদি এবিষয়ে লিখিত অভিযোগ বা মামলা দেয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |