• শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

    অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ১২:০১ পূর্বাহ্ণ

    সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

    অসম প্রেমের গল্পে চিত্রনায়িকা সিমলা আর ঘেটুপুত্রখ্যাত অভিনেতা মামুনকে নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন রুবেল আনুশ। কলেজ পড়ুয়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

    ২০১৪ সালের আগষ্ট মাসে শুরু হয়েছিল এ সিনেমার চিত্রায়ণ। দুই বছর আগে চিত্রায়ণ শেষ হওয়া সিনেমাটি এখন প্রস্তুত মুক্তির জন্য।

    পরিচালক জানান, আসছে ভালোবাাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে সিনেমাটি। সে পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে কাজ। পোস্ট প্রডাকশন শেষে এখন প্রচারে মনোযোগী নির্মাতা রুবেল আনুশ।

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টারে সিমলা এবং মামুনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে।
    শুরুতে নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ থাকলেও পরে বদল করে রাখা হয় ‘প্রেম কাহন’। পোস্টারে আবার আগের নামই দেখা গেছে। এ প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে নতুন নামটি গ্রহণযোগ্যতা পায়নি। আর গল্পের সঙ্গে মিলছিল না। তাই আগের নামে ফিরে যাচ্ছি।’

    ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved