অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২০ | ৮:১৭ অপরাহ্ণ
নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সেনবাগ থানা পুলিশ অভিযুক্ত মো. হারুনুর রশিদ প্রকাশ হারুন (৩৮) কে গ্রেপ্তার করেছে।
রোববার দুপুর ১টার দিকে আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হারুন উত্তর সাহাপুর গ্রামের ছানা উল্লাহ মিজি বাড়ির বারিক মাষ্টারের ছেলে ও স্থানীয় সাহাপুর স্টিল ব্রিজ সংলগ্ন একটি চা দোকানের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কয়েকদিন আগে মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে আসে এবং শনিবার দুপুরে ১০ বছরের শিশুটি লম্পট হারুনের দোকানে সিঙ্গারা কিনতে গেলে সে শিশুটিকে একা পেয়ে দোকান বন্ধ করে যৌন নির্যাতন করে।
এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে শিশুটি মা ৯৯৯ এ কল করে অভিযোগ জানালে পুলিশ রাতে ওই লম্পট হারুনকে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর মায়ের মামলার আলোকে অভিযুক্ত যুবককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |