অনলাইন ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২০ | ১:০০ পূর্বাহ্ণ
দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৯৪নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পার্বতীপুর সঙ্গে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে হিলি-বিরামপুর রেললাইনের ডাঙ্গাপাড়া নামকস্থানে ২৯১নং ব্রিজের কাছে লাইনচ্যুত হয়ে পার্বতীপুর-ঢাকা, খুলনা, রাজশাহীসহ সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
হিলি স্টেশন মাষ্টার রুহুল আমীন জানান, ট্রেনটি বিরামপুর থেকে ছেড়ে আসার পর ওই স্থানে পৌঁছার পরে একটি বগির ৪টি চাকা লাইন থেকে পড়ে যায়। এসময় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পার্বতীপুর সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহীসহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ৪টি বগি লাইনে তুললে শনিবার রাত সাড়ে ১০টা থেকে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |