অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ১২:১৩ অপরাহ্ণ
ফরিদপুরের সালথায় অন্যতম মাদক ব্যবসায়ী তারেক মোল্যা (৩৩) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। তারেক ওই গ্রামের আইয়ুব মোল্যার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে উপজেলার নকুল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তারেক মোল্যাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারেকের বিরুদ্ধে নকুলহাটি-জয়কাইলসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারী ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ এলাকাবাসীর।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ৩টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তারেক মোল্যাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত আসামীকে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |