অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর ২০২০ | ১২:৫৯ অপরাহ্ণ
মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র। এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল এফএম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, এসআই আব্দুল আজিজ, সাংবাদিক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার তদন্ত ওসি সুব্রত গোলদার।
এসময় বক্তারা উপজেলাকে বাল্যে বিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা দাবী করেন।
বাংলাদেশ সময়: ১২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |