অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার নিজ মাছের ঘের থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ অক্টোবর সোমবার বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চন্দ্র শেখর সরকার (২২) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় চন্দ্র সরকার রোববার রাতে বাড়ি থেকে শোভনালীর পশ্চিম বিলে নিজেদের মৎস্য ঘের পাহারা দেওয়ার জন্য যায়। সোমবার সকালে তার খোঁজ না পেয়ে খুঁজতে যায় পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘেরের ভিতরে দেওয়া ডাল-পালার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনেরা।এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, শেখরের বাবা কাকড়া ব্যবসায়ী। রাতে মাছের ঘেরের বাসায় দুর্বৃত্তরা হত্যার পর মরদেহটি একটি ঝোঁপের মধ্যে ফেলে দেয়। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, রাতে নিজেদের মাছের ঘেরে ছিল চন্দ্র শেখর। সকালে বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এরপর বেলা ১২টার দিকে মাছের ঘেরের পানিতে মরদেহ থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার পুলিশ। ছেলেটি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |