অনলাইন ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২০ | ৫:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরা-ভোমরা সড়কের নওয়াবেকাটি এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়েছে।
নিহতরা হলেন, ভোমরা এলাকার বাবর আলীর ছেলে মোটরসাইকেল ভাড়া চালক কবির হোসেন (৪০) ও আরহী পাথর ব্যবসায়ী নওয়াপাড়া এলাকার সাধন।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, ব্যবসায়ীক কাজ শেষে সাধন ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। অন্যদিকে, সাতক্ষীরার থেকে একটি ট্রাক ভোমরা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে নওয়াবেকাটি এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি বলেন, খবর শুনেই তাৎক্ষণিক মরদেহটি দুটি উদ্ধার ও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়েছে।
বাংলাদেশ সময়: ৫:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |