অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২০ | ২:১৭ অপরাহ্ণ
ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামের এসিড নিক্ষেপ ঘটনার ৩ দিন পর গতকাল বৃহস্পাতবার রাতে গোপাল দাসের কাকা পরিমল চন্দ্র দাস বাদী হয়ে ৫ জন কে আসামী করে সদরপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহার ভূক্ত আসামী লক্ষণ কর্মকার (৩৫), দেবাষীস কর্মকার (২২) ও রিতা কর্মকার (৪০) কে সদরপুর থানা পুলিশ গ্রেফতার করে কোট হাজতে প্রেরন করেছে।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে চর ব্রাহ্মন্দী গ্রামের গোপাল দাসের সাথে প্রতিবেশী সুশান্ত কর্মকারের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় মালো পাড়ায় কার্তিক পূজা উপলক্ষে প্রতিমা প্রতিযোগীতা লটারীর আয়োজন অনুষ্টানে লটারীর পুরস্কার জেতা নিয়ে গোপাল দাস ও সুশান্ত কর্মকারের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ দিন রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব কর্মকারের বাড়ীতে মিমাংসার জন্য দুইপক্ষ উপস্থিত হয়। রাত সাড়ে ১১ টার দিকে শালিসের এক পর্যায়ে মারামারিতে সুশান্ত কর্মকারের পরিবারের ৪ জন আহত হয়। পরবর্তীতে গোপাল দাসের পরিবারের উপর এডিস নিক্ষেপের ঘটনা ঘটে। প্রতিপক্ষের এডিস নিক্ষেপে গোপাল দাস, বাপন দাস ও তপন দাসের মুখমন্ডল ঝলসে যায়।
পরে উভয় পক্ষের আহতদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এসিড দগ্ধ তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনষ্টিটিউটে পাঠানো হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ এস এম তুহিন আলীর সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন- গোপাল দাসের কাকা পরিমল চন্দ্র দাস বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার সাথে জরিত থাকার অভিযোগে ৩ জন আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি ২ জন আসামী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের নজরদারীতে আছে।
বাংলাদেশ সময়: ২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |