• সোমবার ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    সংসদে বঙ্গবন্ধুর ওপর সাধারণ আলোচনা শুরু

    অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ৯:১৪ পূর্বাহ্ণ

    সংসদে বঙ্গবন্ধুর ওপর সাধারণ আলোচনা শুরু

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর জাতীয় সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত প্রস্তাবের ওপর এই আলোচনায় সরকারি ও বিরোধীদলীয় সদস্যরা অংশ নেন।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সোমবার রাতে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সিমিন হোসেন রিমি ও অপরাজিতা হক, গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

    রাষ্ট্রপতির স্মারক বত্তৃদ্ধতা শেষে ১৫ মিনিটের বিরতির পর রাত ৮টা ৫ মিনিটে আবার অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তাবটি উত্থাপন করেন। ওই প্রস্তাবের ওপর আলোচনা আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবার শুরু হবে।

    আলোচনায় অংশ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা থেকে আজ আমরা অনেক দূরে। বঙ্গবন্ধুর আদর্শ এখন বাস্তবায়ন হচ্ছে না। মুখে বঙ্গবন্ধুর কথা ও পরনে মুজিব কোট থাকলেও অনেকেই বঙ্গবন্ধুর চেতনা ধারণ করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করলেও সবার সহযোগিতা ছাড়া এই চেতনা বাস্তবায়ন অসম্ভব।’

    তিনি বলেন, সংসদ সদস্যদের ৬৫ শতাংশই রাজনীতিতে ছিলেন না। সত্যিকারের রাজনীতিবিদদের রাজনীতিতে আনা উচিত। দেশ দুর্নীতিতে ভরে গেছে। অনেক জায়গায় সংসদ সদস্যদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কাজ হচ্ছে। এটা ঠিক নয়। বঙ্গবন্ধুর স্বপ্ন-সাধ বাস্তবায়নে সবাইকে বঙ্গবন্ধুর মতো চরিত্রবান হওয়ার আহ্বান জানান তিনি।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৯:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved