অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২০ | ১১:৪৫ পূর্বাহ্ণ
সিলেট-আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন অদূরে চানমারী এলাকায় চট্টগ্রামের পাহাড়তলী থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন (৯৫১ নম্বর) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খাঁন নিশ্চিত করেছেন।
জানা যায়, ১ লাখ ২০ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে শনিবার সকালে যাওয়া পথে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইচ্যুত হয়। এতে সরকারের অনেক টাকার তেল নষ্ট হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে বিকালেই বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মঈনুল হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা সেটা তদন্তে বেরিয়ে আসবে।
এদিকে, আজ রবিবার সকাল ৮টায় সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে ভানুগাছ স্টেশনের মাস্টার সেলিম আহমদ নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |