• শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    শিবচরের ভোট কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর ২০২০ | ৬:৪১ অপরাহ্ণ

    শিবচরের ভোট কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে উপ-নির্বাচন। নির্বাচন সুষ্ঠ ও অবাধের লক্ষ্যে ইতমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনসহ সংশ্লিস্টরা। সোমবার দুপুর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সংঞ্জামাদি বিতরন করছে নির্বাচন কমিশন। নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে পুলিশি নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌছে যাচ্ছে প্রিজাইডিং কর্মকর্তারা। নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ: লতিফ মোল্লা ও ধানের শীষ প্রতিকে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার প্রতিদ্বন্দীতা করছেন।

    উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সুষ্ঠ ও অবাধের লক্ষ্যে ইতমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল থেকে ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে ভোট কেন্দ্রে পৌছে দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে। এছাড়া র‌্যাবের ৪ টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমান আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
    উপজেলার ১ শ ১ টি ভোট কেন্দ্রে ৫ শ ১৩ টি বুথে ভোটদান অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১ লাখ ৩৭ হাজার ৮ শ ৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬ শ ৫ জন নারী ভোটারসহ মোট ২ লাখ ৬৪ হাজার ৪ শ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হারুন-অর রশিদ বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবিসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়ীত্ব পালন করবেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved