অনলাইন ডেস্ক | ২৫ জুলাই ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।
শনিবার সকালে আটক ওই যাত্রীর নাম ইসমাইল হোসেন সরকার।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে জেদ্দা থেকে আসা বিজি ৪১৩৬ ফ্লাইটের যাত্রী ইসমাইল হোসেন সরকারকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।
যাত্রীসহ স্বর্ণ আটকের এই ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ৬:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |