অনলাইন ডেস্ক | ০৯ অক্টোবর ২০২০ | ৯:০৭ পূর্বাহ্ণ
সনাতন ধর্মাবলাম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে আইন শৃংখলা সংক্রান্ত মত বিনিময় ও প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও বিরামপুর থানার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার প্রতিটি মন্দিরে সুন্দর পরিবেশে উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পূজা উদযাপনে সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সম্পাদকদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সহ-সভাপতি দীলিপ কুন্ডু, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, শিবেষ কুমার কুন্ডু প্রমূখ।
সভা চলাকালীন সময়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও মোবাইল ফোনের মাধ্যমে সকলকে সচেষ্ট থেকে কাজ করার আহবান জানান। এসময় উপজেলার পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দের হাতে সরকারি বরাদ্দকৃত অনুদান প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ৯:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |