অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর ২০২০ | ৪:৫০ অপরাহ্ণ
প্রয়োজনে লন্ডনের সঙ্গে ফ্লাইট বন্ধ করা হবে। তবে এই মুহূর্তে তেমন কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিয়ম অনুযায়ী দুই বছর পর পর এমন নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়। যেখানে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সব সংস্থার অংশগ্রহনে বিশেষ অনুশীলন অনুষ্ঠিত হয়।
মহড়ার পর আনুষ্ঠানিক বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের তেমন কোন পরিকল্পনা নেই। বরং পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
একইসাথে তিনি জানান, লন্ডন থেকে আসা যাত্রীদের এয়ারপোর্টে আলাদা রাখা হচ্ছে এবং তাদেরকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |