অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০২০ | ১১:০৬ অপরাহ্ণ
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১ নভেম্বর) দুপুরে একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক এ আদেশ দেয়।
সকালে দেলোয়ারকে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার সত্যতা স্বীকার করে বলেন, হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেগমগঞ্জের শরীফপুরে হাসান নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত হাসানের মা বাদী হয়ে দেলোয়ারকে ৭নং আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার দেলোয়ারকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। রবিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে বিচারক দেলোয়ারকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়।
বাংলাদেশ সময়: ১১:০৬ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |