• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    রাতে প্রতিনিয়ত কম ঘুমাচ্ছেন? এই অসুখগুলো থেকে সাবধান রাতে প্রতিনিয়ত কম ঘুমাচ্ছেন? এই অসুখগুলো থেকে সাবধান

    অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২০ | ১১:৫৮ পূর্বাহ্ণ

    রাতে প্রতিনিয়ত কম ঘুমাচ্ছেন? এই অসুখগুলো থেকে সাবধান রাতে প্রতিনিয়ত কম ঘুমাচ্ছেন? এই অসুখগুলো থেকে সাবধান

    স্ট্রেস, টেনশন, কাজের চাপ বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য অনেকসময়েই আমাদের রাতে ঠিকমতো ঘুম হয় না। যদিও বা কোনভাবে ঘুম আসে তা পর্যাপ্ত নয়। একদিন-দুদিন ঠিক আছে, কিন্তু এমনটা নিয়মিত হতে থাকলে অবশ্যই ভয়ের ব্যাপার। কারণ, সঠিক ঘুম না হলে আমাদের শরীর ও মস্তিস্ক ঠিকভাবে কাজ করতে পারে না, দেখা দেয় একাধিক প্রাণঘাতি অসুখ।

    পর্যাপ্ত ঘুম না হলে ব্লাড প্রেশার বাড়তে পারে। চিকিৎসকদের মতে, আমরা না ঘুমালে আমাদের শরীরের ‘লিভিং অরগানিজম গুলো ঠিক মতো কাজ করতে পারে না। নষ্ট হতে পারে শরীরের হরমোনের ভারসাম্য। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পায় না, ফলে দেখা দেয় বিষণ্ণতা, হ্যালুসিনেশন ও স্মৃতিভ্রমের মতো সমস্যা।

    যখন আমরা ঘুমাই, তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী ‘লিভিং অরগানিজম’ কাজ করতে থাকে। কিন্তু আমরা না ঘুমালে এই ‘লিভিং অরগানিজম’গুলো কাজ করতে পারে না। ফলে ক্রমশ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। আমরা যখন ঘুমাই তখন আমাদের হৃদপিণ্ড এবং রক্তনালী খানিকটা বিশ্রাম পায়। ঘুম না হলে বা কম হলে প্রতিনিয়ত কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়তে থাকে। ঠিকমতো ঘুম না হলে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যহত হয়, ডায়াবিটিসের ঝুঁকি বাড়ে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৪ সেপ্টেম্বর ২০২০

    ২৮ আগস্ট ২০২০

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved