অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ
রাজধানীর মাটিকাটা ইউসিবি চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সাকিব (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
নীলফামারীর জলঢাকা উপজেলার বসুনিয়া গ্রামের রফুল ইসলামের ছেলে সাকিব। বর্তমানে থাকত নির্মাণাধীন ভবনেই।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী লেবু মিয়া ও মোজাম্মেল হোসেন জানান, তারা দীর্ঘ এক বছর ধরে ইউসিবি চত্বরের পাশে নির্মাণাধীন ভবনটিতে কাজ করে আসছিলেন। সাকিব রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
তারা জানান, ভবনটি সবেমাত্র ২ তলার ছাদ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সকালে সাকিব দোতলার ছাদে কলামের শাটার খুলছিল। সে সময় সেখান থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:২৮ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |