অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ৩:৪৬ অপরাহ্ণ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফের ম্যাচে অভিনব হেলমেট পরে মাঠে নেমে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। শনিবার করাচি কিংসের বিপক্ষে মুলতান সুলতানসের হয়ে সম্পূর্ণ নতুন ধরনের এক হেলমেট পরে মাঠে নামেন আফ্রিদি যা নজরে আসে সবার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে।
সাধারণ হেলমেটে সামনের দিকে যে গ্রিল থাকে আফ্রিদির হেলমেটে সেটি নেই। গ্রিল ফেলে দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই হেলমেট। আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টি চোখে পড়ে ধারাভাষ্যকারদের। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা।
ধারাভাষ্যকার বাজিদ খান এবং জন্টি রোডস জানান, অভিনব এই হেলমেট এর আগে কখনো দেখেননি তারা।
করাচি বিপক্ষে ম্যাচে ছক্কা মারলেও ইনিংসটি বড় করতে পারেন নি বুম বুম আফ্রিদি। ১২ বলে ১২ রান করে আরশাদ ইকবালের বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। সুপার ওভারে ম্যাচটি হেরে গেলেও ফাইনালে যাওয়ার সুযোগ এখনো আছে আফ্রিদিদের। আজ লাহোর কালান্দার্সের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে মুলতান।
বাংলাদেশ সময়: ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |