অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর ২০২০ | ১১:৪৩ পূর্বাহ্ণ
যশোরে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার (২৯ নভেম্বর) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের বাড়ি রাজশাহী, পাবনা ও যশোর জেলায়।
রাতে সাংবাদিকদের ব্রিফিংকালে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ বলেন, খবর আসে একটি মাইক্রোবাসে বেনাপোল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গাড়ির ছিটের নিচ থেকে এক কেজি দুই শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক কোটি বিশ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |