অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ
ফুটবলের জিবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ভক্তদের সুখবর দিলেন তার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোলদো লুক। দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা। এমনটাই জানিয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ লিয়োপোলদো।
গত ২ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসাপাতালে ভর্তি করা হয় ম্যারাডোনাকে। বর্তমানে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে, চিকিৎসাধীন আছেন ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা।
লিয়োপোলদো লুক বলেন, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন ম্যারাডোনা। খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। আর তার স্নায়ুর কোনো সমস্যা নেই।
দুয়েক দিনের হাসপাতাল ছাড়তে পারেন বলেও জানিয়েছে চিকিৎসক।
এদিকে ম্যারাডোনোকে এক নজর দেখতে প্রতিদিনই হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন তাঁর ভক্তরা। রাস্তায় প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ম্যারাডোনার জন্য স্লোগান দিতে দেখা যায় ভক্তদের।
গত কয়েক বছরে অনেকবারই হাসপাতালে যেতে হয়েছে ম্যারাডোনাকে।
বাংলাদেশ সময়: ২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |