অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২০ | ৮:৪৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সোমবার এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নিয়েছে বেক্সিমকো ঢাকা। তবে, এই ম্যাচে দুইবার ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম তার সতীর্থ নাসুম আহমেদের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, এমনটি করা মুশফিকের মোটেও উচিত হয়নি।
ম্যাচে বরিশালের ইনিংসের ১৩তম ওভারে নাসুমের বল সার্কেলের ভেতরে ঠেলে দিয়ে রান নেন আফিফ হোসেন। নাসুম ও মুশফিকুর রহিম বলটি ধরতে ছুটে যান। এরপর মুশফিককে দেখা যায় বল ধরেই মারের মতো ভঙ্গি করেন নাসুমের দিকে। এরপর তাকে স্ট্যাম্পের পেছনে থাকার ইঙ্গিত করেন মুশফিক।
এরপর ১৭তম ওভারে আফিফ পুল করলে বল শর্ট ফাইন লেগের দিকে বল যায়। মুশফিক ক্যাচটি ধরতে দৌঁড়ে যান। একই জায়গায় ফিল্ডার ছিলেন নাসুমও। ম্যাচে তখন আফিফের উইকেটটি ঢাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই ক্যাচটি মিস হলে ম্যাচে ঢাকা হেরেও যেতে পারতো। মুশফিক ক্যাচটি ধরে নাসুমের দিকে আবার একইভাবে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে নাসুম আহমেদ বলেছেন, ‘ম্যাচে কিছুই হয়নি, আমরা খেলেছি জিতেছি, এর বাইরে যেটা হয়েছে সেটা ম্যাচের মধ্যে রাগের মাথায় হতেই পারে। এটা ম্যাচের একটি অংশ। এখানে গুরুতর কিছু হয়নি। যা হয়েছে মাঠে এগুলো হয়ই।’
নাসুম আহমেদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি এই স্পিনারের। তবে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন এই তরুণ।
বাংলাদেশ সময়: ৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |