অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর ২০২০ | ১২:৩০ পূর্বাহ্ণ
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন দেশটির কৃষকেরা। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা এই চিঠি লিখেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিংঘু সীমানার কৃষকরা এই চিঠি পাঠান। এছাড়া এদিন বৈঠক করে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করতে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন তারা।
খোলা চিঠিতে লেখা আছে, নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি, এই তিনটি আইন ফিরিয়ে নিন।
সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়।
এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, পুলিশের সঙ্গে প্রতিবাদরত কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় সেদিকে নজর রাখছে তারা। সূত্র: এনডিটিভি।
বাংলাদেশ সময়: ১২:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |