অনলাইন ডেস্ক | ২৪ জুলাই ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ
কুমিল্লার লাকসামে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সুমন মিয়া (৪৫)। ওই পাষণ্ড বাবাকে আজ শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামে। গতকাল
বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযোগে জানা যায়, কন্যার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে গেল কয়েক মাস যাবত ধর্ষণ করে আসছিল। পরিবারে তার সৎ মা রয়েছে। এতে সে বাঁচার জন্য সৎ মায়ের সহযোগিতা চেয়ে বাঁচতে পারেনি। এদিকে সে প্রতিবাদ করলে তাকে মারধর করে বেঁধে রাখত। তাই সে থানায় আশ্রয় নেন।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই মেয়ে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে বৃহস্পতিবার দুপুরে তার পিতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে। এছাড়াও ওই মেয়ের পিতার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সুমন তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছেন। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।
বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |