• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    মেয়র লিটনের মেয়ে, সাবেক ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন

    অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর ২০২০ | ৬:৫৩ অপরাহ্ণ

    মেয়র লিটনের মেয়ে, সাবেক ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন

     

    বাংলাদেশের জাতীয় চার নেতার মধ্যে অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের দৌ’হিত্র এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

    গত বৃহস্পতিবার রাত ৮টায় রাজশাহী মহানগরীর উপশহরে মেয়রের বাসভবনে পারিবারিকভাবে একটি ঘরোয়া পরিবেশে বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    জানা যায় ডা. আনিকা ফারিহা জামান অর্ণার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া। মো. রেজভী আহমেদ ভূঁইয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ব্যবসায়ী আমির হোসেন ভূঁইয়া ও রাজিয়া বেগমের সন্তান।

    এর আগে বুধবার রাতে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও রেজভী আহমেদ ভূঁইয়ার হলুদ সন্ধ্যার আয়োজন করা হয় ঘরোয়াভাবে। করোনা মহামারি কারণে ঘরোয়া পরিবেশে নিকট আত্মীয়-স্বজন নিয়েই বিয়ের সকল আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আড়ম্বরভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে।

    এদিকে করোনার কারণে ঘরোয়া পরিবেশে বিয়ে আয়োজন সম্পন্ন হয়েছে। তবে ডা. অর্ণার গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই আনন্দ ছড়িয়ে পড়েছে সবখানে।

    বুধবার রাত থেকে গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি দিয়ে রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ডা. অর্ণা জামান ও রেজভী আহমেদ ভুঁইয়ার নতুনের জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

    ডা. আনিকা ফারিহা জামান অর্ণার মা শাহীন আকতার রেনীও রাজশাহীর বিশিষ্ট সমাজ সেবী। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হলেও সমাজ সেবী হিসেবেই বেশী খ্যাতি অর্জন করেছেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved