• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

    অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

    মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

    কিলিয়ান এমবাপ্পে ভীষণ গর্বিত। সেটি একটি রেকর্ডের পাতায় লিওনেল মেসিকে টপকে যাওয়ার জন্য নয়, বর্ণবাদের প্রতিবাদে পিএসজি সতীর্থ এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে যাওয়ায় গর্বিত এই ফরাসি তারকা।

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইস্তাম্বুল বাশাকশেহিরের সহকারী কোচের প্রতি বর্ণবাদী মন্তব্য করেছিলেন চতুর্থ রেফারি। তার প্রতিবাদে ম্যাচের ১৪ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান দুই দলের খেলোয়াড়। তখন ম্যাচটা গোলশূন্য ছিল।

    কাল রাতে ঠিক এখান থেকেই শুরু হওয়া ম্যাচে ৫–১ গোলের জয় পেয়েছে পিএসজি। খেলা শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের প্রতিবাদ জানায় দুই দল।

    খেলা শুরুর আগে গা গরমের সময় বর্ণবাদবিরোধী জার্সিও পরেছে দুই দল। পরে এমবাপ্পে বলেছেন, ‘আমরা ক্লান্ত। এর মধ্য দিয়ে আর যেতে চাই না। (মঙ্গলবার রাতে) যেটা ঘটেছে তা নিয়ে অবশ্যই আমরা গর্বিত। না খেলে মোটেও হতাশ নই। অনেক কিছুই তো বলা হয় কিন্তু তা কাজে ফলানোর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।’

    কাল রাতে ১৪ মিনিট থেকে খেলা শুরুর পর রীতিমতো গোলউৎসব করেছে পিএসজি। হ্যাটট্রিক করেন নেইমার। জোড়া গোল তুলে নেন এমবাপ্পে।

    চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তিনটি হ্যাটট্রিক করলেন নেইমার। এ প্রতিযোগিতায় তাঁর চেয়ে বেশি হ্যাটট্রিক শুধু লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

    প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে যায় পিএসজি। এর মধ্যে জোড়া গোল করেন নেইমার। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।

    তাঁকে স্পটকিক নিতে দেওয়ায় পরে নেইমারের প্রশংসা করে পিএসজি কোচ টমাস টুখেল বলেছেন, নেইমারের হৃদয় অনেক বড়। সে সব সময় সতীর্থদের কথা ভাবে।’

    চ্যাম্পিয়নস লিগে এর আগে টানা ৯ ম্যাচ গোল পাননি এমবাপ্পে। তাঁকে গোলখরা কাটানোর সুযোগ করে দিয়ে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক তুলে নেন ব্রাজিল তারকা।

    ৫০ মিনিটে ডি মারিয়ার পাস থেকে হ্যাটট্রিক সূচক গোলটি পেয়ে যান নেইমার। ৬২ মিনিটে এমবাপ্পেকে দিয়েও গোল করান আর্জেন্টাইন উইঙ্গার।

    চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আলাদা দুটি দলের হয়ে ন্যূনতম ২০টি করে গোল করলেন নেইমার। এমবাপ্পেও পেয়েছেন রেকর্ডের দেখা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ২০ গোলের দেখা পেলেন তিনি।

    ২১ বছর ৩৫৫ দিন বয়সে এ রেকর্ড গড়ার পথে মেসিকে (২২ বছর ২৬৬ দিন) পেছনে ফেললেন এমবাপ্পে। এ জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পিএসজি (৬ ম্যাচে ১২ পয়েন্ট)।

    তাদের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের রানার্সআপ দল হয়ে শেষ ষোলোয় উঠেছে লাইপজিগ। গ্রুপের তৃতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে ইউরোপা লিগে।

    বাশাকশেহিরের সহকারী কোচ ও সাবেক ক্যামেরুন ফরোয়ার্ড পিয়ের ওয়েবোর প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন মঙ্গলবার রাতের ম্যাচের চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কোলতেসকু।

    কাল মাঠের রেফারি ড্যানি ম্যাককেলির নেতৃত্ব অন্য অফিশিয়ালরা খেলা পরিচালনা করেন। ম্যাচের অফিশিয়ালরাও খেলা শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী প্রতিবাদ জানান।

    কোলতেসকু আগের রাতে ওয়েবোকে লাল কার্ড দেখালেও উয়েফা তদন্ত চালানোয় তা কার্যকর হয়নি। বাশাকশেহিরের বেঞ্চে দেখা গেছে ওয়েবোকে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

    shikkhasangbad24.com |

    advertisement

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    advertisement
    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০ 
    advertisement

    সম্পাদক ও প্রকাশক : জাকির হোসেন রিয়াজ

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি# ১, রোড# ৫, সেক্টর# ৬, উত্তরা, ঢাকা

    ©- 2023 shikkhasangbad24.com all right reserved