অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২০ | ৮:০৬ অপরাহ্ণ
মা হারা ১১ বছরের দুই শিশুকন্যাকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়িতে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে লম্পট পিতা নুর আলম মা হারা যমজ দুই বোনকে ধর্ষণ করে। ধর্ষিতা দুই বোন ঘটনাটি নানিকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে বিষয়টি মানিকছড়ি থানা পুলিশকে অবগত করেন ধর্ষণের শিকার দুই শিশুর নানি। এ ঘটনায় শনিবার বিকালে ধর্ষিতার নানি বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা করেন।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে ধর্ষক নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে নুর আলম দুই শিশুকে ধর্ষণ করেছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে দুপুরে আসামিকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত নুর আলম এর আগেও বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ৮:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |