অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ৬২ বছর বয়সী মানসিক ভারসম্যহীন নারী বলে জানা গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর এক অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়ে বাড়ি থেকে নিজ ঘরে ফিরছিলেন। এ সময় পথে লিসান, রবিউলসহ পাঁচজন তার পথরোধ করে। পরে তারা তাকে স্থানীয় চৌকিদারের বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় মামলার পর আজ সোমবার দুপুরে পুলিশ আসামি রবিউলকে (১৮) গ্রেপ্তার করেছে। মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলো- উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান (১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২নম্বর আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |