অনলাইন ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫০ অপরাহ্ণ
মাদারীপুরের রাজৈরে আবুল বাশার হাওলাদার (৪০) নামে এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদিরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাশার একই এলাকার মৃত আলেম হাওলাদারের ছেলে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি জানান, ওই এলাকার একটি দোকানের সামনে রোববার সকালে রক্তাক্ত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতব্যক্তি আবুল বাশার বলে নিশ্চিত হয়। তার গলায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে, হত্যাকান্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১০:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |